thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

শিয়াল মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

২০১৮ আগস্ট ১০ ১৭:৫৬:২০
শিয়াল মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলায় শিয়াল মারার জন্য কাঁটাতারের বেড়ায় স্পৃষ্ট হয়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

নলডাঙ্গা ইউনিয়নের গড়িয়ালা গ্রামে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

মৃত বাঁধন ওই গ্রামের হাসানুজ্জামানের ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস বলেন, বাঁধনের প্রতিবেশি বাচ্চু শিয়ালের হাত থেকে খামারের হাঁস-মুরগি বাঁচানোর জন্য কাঁটাতারের বেড়ায় বিদ্যুতের সংযোগ দেন।

সকালে বাঁধন ওই খামারে খেলতে গিয়ে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় খামারের মালিক বাচ্চুকে আটক করেছে পুলিশ।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ১০,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর