thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

তথ্যপ্রযুক্তির অপব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: ভূমিমন্ত্রী

২০১৮ আগস্ট ১০ ১৯:৫৭:৪৭
তথ্যপ্রযুক্তির অপব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: ভূমিমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, যারা তথ্যপ্রযুক্তির অপব্যবহার করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রযুক্তির অপব্যবহারকারীদের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকারও আহবান জানিয়েছেন তিনি।

ভূমিমন্ত্রী শুক্রবার রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ প্রেস কাউন্সিল অডিটোরিয়ামে ‘জাতীয় শোক দিবস ও আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান। ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে ভূমিমন্ত্রী বলেন, যারা তথ্যপ্রযুক্তির অপব্যবহার করছে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, একটি অশুভ মহল তথ্যপ্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে এ দেশের শান্ত পরিবেশকে বিঘ্নিত করার অপপ্রয়াস চালাচ্ছে। এরা ষড়যন্ত্রকারী। জনগণকে ক্ষেপিয়ে তোলার এটা কোনো কৌশল হতে পারে না, যারা এ ধরনের কাজ করছে জনগণ তাদের ছেড়ে দিবে না।

অন্যান্যের মধ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ অনুষ্ঠানে বক্তৃতা করেন। সূত্র : বাসস।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ১০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর