thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে নিহত ৩

২০১৮ আগস্ট ১০ ২১:২৭:৩৯
চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে নিহত ৩

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে ফুটবল তুলতে সেপটিক ট্যাংকে নেমে দুই সহোদর ভাইসহ তিন জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে নগরীর খুলশী থানার ঝাউতলা ডিজেল কলোনি মসজিদ মাঠে এ ঘটনা ঘটে বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন।

নিহতরা হলেন- স্থানীয় মিজানের ছেলে সিফাত (১২) এবং আফজালের দুই ছেলে ইমরান হোসেন (২৫) ও রুবেল হোসেন (১৮)।

এএসআই আলাউদ্দিন বলেন, ডিজেল কলোনি মসজিদ মাঠে বিকেলে শিশু-কিশোররা ফুটবল খেলছিল। খেলতে খেলতে বলটি ওই মাঠের মধ্যে থাকা বেশ পুরনো একটি সেফটিক ট্যাংকে পড়ে যায়।

‘সিফাত সেটি তুলতে গিয়ে ট্যাংকে পড়ে যায়। তখন সিফাতকে তুলতে ইমরান এগিয়ে যায়। কিন্তু ইমরানও উঠে আসতে না পারায় ভাইকে উদ্ধার করতে রুবেল ট্যাংকে নামে।’

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে আনার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে এই পুলিশ সদস্য জানান।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, তিনজন সেফটি ট্যাংকে পড়ে যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে তাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ১০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর