thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ঝিনাইদহে ফার্মেসির ভেতর ব্যবসায়ী খুন

২০১৮ আগস্ট ১১ ০৮:৫৯:১১
ঝিনাইদহে ফার্মেসির ভেতর ব্যবসায়ী খুন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ শহরের শিশু হাসপাতালের সামনে ফিরোজা ফার্মেসির ভেতরে মিজানুর রহমান (৩৮) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১০ আগস্ট) রাত ১১টার দিকে এ হত্যাকাণ্ড হয়।

নিহত মিজানুর জেলার শৈলকুপা উপজেলার দিঘল গ্রামের মৃত মনোয়ার হোসেন মন্টুর ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, শুক্রবার রাতে শিশু হাসপাতালের সামনের স্থানীয় দোকানদাররা দেখতে পান ফিরোজা ফার্মেসির মালিক আমিরুল ইসলাম রক্ত মাখা ছুরি হাতে দৌড়ে পালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় পুলিশকে খবর দেয় স্থানীয়রা। সেখানে গিয়ে দোকানের তালা ভেঙে দেখা যায়, মিজানুরের রক্তাক্ত লাশ দোকানের মধ্যে পড়ে আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, নিহত মিজানুরের সঙ্গে দোকান মালিক আমিরুল ও তার সহযোগীদের টাকার লেনদেন ছিল। তাই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

নিহতের স্বজনরা দাবি করছেন, তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ১১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর