thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ মে 24, ২৪ বৈশাখ ১৪৩১,  ২৮ শাওয়াল 1445

ট্রাফিক সপ্তাহ আরো বাড়ল ৩ দিন

২০১৮ আগস্ট ১১ ১৮:০৫:৩৩
ট্রাফিক সপ্তাহ আরো বাড়ল ৩ দিন

দ্য রিপোর্ট প্রতিবেদক : চলমান ট্রাফিক সপ্তাহ আরও ৩ দিন বাড়ানো হয়েছে। শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। এ সময় তিনি বলেন, দেশজুড়ে চলমান ট্রাফিক সপ্তাহের কারণে অনেক ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। এ অভিযানকে আরও বেগবান করতে ট্রাফিক সপ্তাহ তিন দিন (১২-১৪ আগস্ট) বাড়ানো হয়েছে।

গত ৫ আগস্ট থেকে শুরু হয় ট্রাফিক সপ্তাহ। ‘ট্রাফিক আইন মেনে চলুন’, ‘ট্রাফিক পুলিশকে সহযোগিতা করুন’, ‘ট্রাফিক শৃঙ্খলা একটি জাতির সভ্যতার প্রতীক’ ইত্যাদি স্লোগানে ঢাকাসহ সারাদেশে চলছে ট্রাফিক সপ্তাহ ২০১৮।

চলমান ট্রাফিক সপ্তাহে যানবাহনের নিবন্ধন, লাইসেন্স, ফিটনেস, ইনস্যুরেন্সসহ নানা কাগজপত্র ও এসবের মেয়াদ যাচাই-বাছাইয়ের বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ।

বাংলাদেশ রোভার স্কাউট ও গার্লস গাইড ট্রাফিক পুলিশের সঙ্গে ট্রাফিক সপ্তাহে কাজ করছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ১১,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর