thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

সাকিব হজে যাচ্ছেন

২০১৮ আগস্ট ১১ ১৮:১২:৪৪
সাকিব হজে যাচ্ছেন

দ্য রিপোর্ট ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দুই সপ্তাহের ছুটি পেয়েছেন ক্রিকেটাররা। এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে ২৭ আগস্ট। মাঝের ছুটির সময়টাতে হজ পালন করবেন সাকিব আল হাসান। এরইমধ্যে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছেন এই অলরাউন্ডার।

শনিবার বিকেলে সাকিব তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘এই পবিত্র জিলহজ মাসে, একজন অনুগত মুসলিম হিসেবে পরম করুণাময় আল্লাহ্‌র নৈকট্য লাভের আশায় আল্লাহ্‌র ঘরে পবিত্র হজ পালনের উদ্দেশে যাত্রা করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থনা করছি যেন সুস্থ ও সুন্দরভাবে পবিত্র হজ পালন করতে পারি।’

‘আমার বা আমার পরিবারের কোনো ভুলের জন্য আপনাদের নিকট আমরা ক্ষমা প্রার্থনা করছি। আমরা আপনাদের সকলের মঙ্গল এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করব। সবার জন্য আমার তরফ থেকে ভালোবাসা রইল- সাকিব।’

গত বছরের ডিসেম্বরে বিপিএল শেষ করে ওমরাহ পালন করেছিলেন সাকিব। তখন তার সঙ্গী হয়েছিলেন আরেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস ও চিত্রনায়ক অনন্ত জলিল।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ১১,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর