thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

রমনা লেকে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু

২০১৮ আগস্ট ১২ ১৭:৩৭:৫১
রমনা লেকে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর রমনা লেকে গোসলে নেমে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার বিকেল ৩টার দিকে লেক থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আদনান ও মাহফুজ নামের ওই দুই শিক্ষার্থী উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের নবম শ্রেণিতে পড়ত। তাদের বয়স ১৫-১৬ বছরের মধ্যে।

কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রমনা থানার এসআই রইস উদ্দিন জানান, বিকেলে রমনায় ফুটবল খেলা শেষে উইলস লিটল ফ্লাওয়ারের তিন শিক্ষার্থী গোসল করতে লেকে নামে। তাদের একজন কিছুটা সাঁতার জানলেও বাকি দুজন জানত না। এক পর্যায়ে তিনজনই পানিতে তলিয়ে যেতে থাকে।

রমনায় উপস্থিত লোকজন একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারলেও বাকি দুজনকে পাওয়া যায় অচেতন অবস্থায়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন জানান, দুই কিশোর লেকে ডুবে গেছে খবর পেয়ে তারা রমনায় লোক পাঠিয়েছিলেন। কিন্তু তারা যাওয়ার আগেই স্থানীয়রা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ১২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর