thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

নাটোরে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক নিহত

২০১৮ আগস্ট ১৩ ১০:৫৫:৩৫
নাটোরে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক নিহত

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আজাদুল ইসলাম আজাদ (৩৮) নামে নৈশ কোচ চালক নিহত হয়েছেন।

এ সময় অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের বনপাড়ার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সোমবার ভোর ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাদুল ইসলাম নৈশ কোচ শ্যামলী পরিবহনের চালক।

নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মহিউদ্দিন জানান, রবিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচ শ্যামলী পরিবহন যাত্রী নিয়ে কুষ্টিয়ার মেহেরপুরে যাচ্ছিল। সোমবার ভোর ৬টার দিকে গুরুদাসপুরের কাছিকাটা টোল প্লাজা এলাকায় যশোর বেনাপোল থেকে ঢাকাগামী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে নৈশ কোচের সামনে দুমরেমুচরে যায়। এতে শ্যামলী পরিবহনের চালক আজাদুল ইসলাম আজাদ ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে নাটোর থেকে ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর