thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

রংপুরে স্কুলছাত্রের মৃত্যু: বাসচালক-হেলপার আটক

২০১৮ আগস্ট ১৩ ১১:২০:৫১
রংপুরে স্কুলছাত্রের মৃত্যু: বাসচালক-হেলপার আটক

রংপুর প্রতিনিধি: রংপুরে স্কুলছাত্র তানভীর আহমেদ জিয়ন নিহত হওয়ার ঘটনায় বাসের চালক ইনসান আলী (৩৮) ও তাঁর সহকারী বাদশা মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সুপার মিজানুর রহমান জানান, রবিবার রাত সাড়ে আটটার দিকে রংপুর শহরের মেডিকেল মোড় এলাকা থেকে চালক ইনসান ও হেলপারকে আটক করা হয়েছে। ভাইবোন পরিবহন নামের বাসটিও আটক করা হয়েছে।

তিনি আরও জানান, বাসটির চালক হালকা যানবাহন চালানোর লাইসেন্স নিয়ে ভারী যানবাহন চালাচ্ছিলেন। নিয়ম অনুযায়ী এটা অবৈধ। এ কারণে বাসের মালিক ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রবিবার সকালে রংপুর শহরের ঘাঘটপাড়ায় রংপুর-দিনাজপুর মহাসড়কে ভাই-বোন পরিবহনের একটি বাসের চাপায় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র তানভীর আহমেদ জিয়নের মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কয়েক ঘণ্টা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় বেশ কিছু বাস ভাংচুরও করা হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর