thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১ সেপ্টেম্বর

২০১৮ আগস্ট ১৩ ১৭:৪০:২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১ সেপ্টেম্বর

দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের সব কলেজে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। অনলাইনে এ ভর্তি কার্যক্রম চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় ভর্তি কার্যক্রম শুরু, আসন সংখ্যা, ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ ছাড়া সভার সিদ্ধান্ত অনুসারে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১১ অক্টোবর এবং প্রফেশনাল কোর্সের ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১৫ অক্টোবর থেকে শুরু হবে বলে জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন অর রশিদের সভাপতিত্বে এ সভায় আরও উপস্থিত ছিলেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, প্রফেসর ড. মো. মশিউর রহমান, ট্রেজারার অধ্যাপক মো. নোমান উর রশীদ প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর