thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

কুষ্টিয়ায় কুপিয়ে যুবক খুন

২০১৮ আগস্ট ১৪ ১০:৫৯:০২
কুষ্টিয়ায় কুপিয়ে যুবক খুন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে মিথুন মণ্ডল (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (১৩ আগস্ট) রাত ৯টায় কুষ্টিয়া সদর উপজেলার ঝালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহত যুবকের চাচাতো ভাই শিমুল মণ্ডল পলাতক।

এলাকাবাসী জানান, দুজনের মধ্যে নারীঘটিত বিষয়ে বিরোধ ছিল। রাতে ঝালুপাড়া গ্রামের একটি চায়ের দোকানে মিথুন মণ্ডল ও শিমুল মণ্ডলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শিমুল দৌড়ে বাড়ি থেকে ধারালো অস্ত্র নিয়ে আসে এবং মিঠুনের ঘাড়ে ও পেটে কোপায়। উপস্থিত লোকজন দ্রুত মিথুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবরে আত্মীয়স্বজন কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে শিমুল হোসেনকে আটক করতে পারেনি পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ঘটনার পর পরই শিমুল আত্মগোপন করেছে। তাকে আটকের চেষ্টা চলছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর