thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ মে 24, ২৪ বৈশাখ ১৪৩১,  ২৮ শাওয়াল 1445

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রীকে তুলে নিয়ে গেল ডিবি

২০১৮ আগস্ট ১৪ ২১:৫৪:০৮
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রীকে তুলে নিয়ে গেল ডিবি

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে শেখ তাসনিম আফরোজ ইমি নামে এক ছাত্রীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, ‘তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে। আমরা বিষয়টি অবহিত আছি।’

মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সামনে থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

ইমি ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্রী। কোটা সংস্কার আন্দোলনে সক্রিয়কর্মী ছিলেন শেখ তাসনিম আফরোজ ইমি। আন্দোলনে সে কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন স্লোগান দিতো।

এ ছাড়া ইমি সাংস্কৃতিক সংগঠন স্লোগান ৭১-এর সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় রক্তদাতাদের সংগঠন বাঁধনের সাবেক কার্যকরী পরিষদের সদস্য।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর