thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

ভারতের সাবেক প্রধানমন্ত্রী বাজপেয়ি লাইফ সাপোর্টে

২০১৮ আগস্ট ১৬ ১২:০৪:৫২
ভারতের সাবেক প্রধানমন্ত্রী বাজপেয়ি লাইফ সাপোর্টে

দ্য রিপোর্ট ডেস্ক : সংকটজনক অবস্থায় রয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ি। দিল্লির এইমস হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় ৯৩ বছর বয়সী বাজপেয়ির শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটেছে।

দিল্লির এইমস হাসপাতাল কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। গত ১১ জুন ফুসফুসে সংক্রমণ, বার্ধক্যজনিত একাধিক সমস্যার কারণে তাকে এইমস হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে তিনি সেখানেই ভর্তি রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, ধীরে ধীরে বাজপেয়ির অঙ্গ-প্রতঙ্গ বিকল হচ্ছে, তবে একটি কিডনি সচল রয়েছে।

বাজপেয়ির শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে বুধবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে এইমস হাসপাতালে ছুটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ৫০ মিনিট সেখানে অবস্থানকালে বাজপেয়ির চিকিৎসার বিশদ খোঁজ-খবর নেন মোদি।

এইমস হাসপাতালের চিকিৎসক রনদ্বিপ গোলেরিয়ারের তত্ত্বাবধানে রয়েছেন বাজপেয়ি। গত তিন দশক ধরে বাজপেয়ির পারিবারিক চিকিৎসক হিসেবে কাজ করছেন রনদ্বিপ।

এদিকে বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুরে বাজপেয়িকে দেখতে দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালেই হাসপাতালে বাজপেয়িকে দেখতে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। যান ভারতের উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুও। এ ছাড়া বাজপেয়িকে হাসপাতালে দেখতে যান ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, রেলমন্ত্রী পীযুষ গোয়ালা। যান স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও।

১৯৯৬ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনবার ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন অটল বিহারি বাজপেয়ি। কিন্তু ১৯৯৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত টানা পাঁচ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলান তিনি। বাজপেয়িই প্রথম অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী হিসেবে পাঁচ বছর পূর্ণ করেন।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর