thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

কক্সবাজারে কাঠ পাচারকারী-বনকর্মীদের মধ্যে গোলাগুলি, নিহত ১

২০১৮ আগস্ট ১৭ ১৭:২৪:৪৯
কক্সবাজারে কাঠ পাচারকারী-বনকর্মীদের মধ্যে গোলাগুলি, নিহত ১

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদর উপজেলায় কাঠ পাচারকারীদের সঙ্গে বনকর্মীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।

এ সময় মো. মোস্তাক (৩০) নামে এক কাঠ পাচারকারী নিহত হয়েছেন। এ ছাড়া, এ ঘটনায় তিনজন বনপ্রহরীসহ মোট পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (১৭ আগস্ট) উপজেলার ঈদগাঁওস্থ চান্দেরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। সদর মডেল থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার এ খবর নিশ্চিত করেন।

নিহত মোস্তাক চান্দেরঘোনা এলাকার মোহাম্মদ উল্লাহ ছেলে। গুলিবিদ্ধ তিন বনকর্মী হলেন- বরগুনার পূর্ব বেতাগী এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মান্নান খাঁন (৪২), ঢাকার সবুজবাগের উত্তর মাথারটেক এলাকার আব্দুল মতিনের ছেলে শহিদুল ইসলাম (৩০) ও সিরাজগঞ্জের একডালা এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মামুনুর রশিদ (৫৫)। এ ঘটনায় দুই কাঠ পাচারকারী গুলিবিদ্ধ হয়েছে, তাৎক্ষণিকভাবে যাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, 'কাঠ পাচারকারী-বনকর্মীদের মধ্যে গোলাগুলিতে এক কাঠ পাচারকারী নিহত হয়েছে। এ ঘটনায় তিন বনপ্রহরীসহ পাঁচ জন গুলিবিদ্ধ হয়েছে। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।'

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর