thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

রাজধানীতে অজ্ঞানপার্টির ৫৭ সদস্যসহ আটক ৭৯

২০১৮ আগস্ট ১৮ ১২:১৯:৩০
রাজধানীতে অজ্ঞানপার্টির ৫৭ সদস্যসহ আটক ৭৯

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞানপার্টির ৫৭ সদস্যসহ ৭৯ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৭ আগস্ট) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

শনিবার (১৮ আগস্ট) ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৫৭ সদস্য, জাল টাকা তৈরি চক্রের ৮ জন, ৬ জন মাদক ব্যবসায়ী এবং ছিনতাইকারী চক্রের ৮ সদস্যসহ মোট ৭৯ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭৫ লাখ টাকা মূল্যের জাল নোট, ৬১ হাজার ১৫০ পিস ইয়াবা এবং ছিনতাই করা ১২টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, শনিবার দুপুর পৌনে ১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর