thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

হবিগঞ্জে বিদ্যুৎস্পর্শে অটোরিকশাচালকের মৃত্যু

২০১৮ আগস্ট ১৯ ১০:০২:৩৬
হবিগঞ্জে বিদ্যুৎস্পর্শে অটোরিকশাচালকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে টমটম গ্যারেজে বিদ্যুৎস্পর্শ হয়ে সজল মিয়া (৪০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

শনিবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শহরতলির আলম বাজারে এ ঘটনা ঘটে।

নিহত সজল বানিয়াচং উপজেলার পাতারিয়া গ্রামের কাজল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে অটোরিকশায় চার্জ দেয়ার জন্য আলমবাজারের একটি অবৈধ টমটম গ্যারেজে যান সজল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শ হয়ে তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. মোজাম্মেল হক বলেন, সজলকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর