thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

বিএনপি লাখো লোক হত্যা করবে: তোফায়েল

২০১৮ আগস্ট ১৯ ১৮:২৫:৫০
বিএনপি লাখো লোক হত্যা করবে: তোফায়েল

ভোলা প্রতিনিধি: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘সুযোগ পেলে বিএনপি লাখো মানুষকে হত্যা করবে। তিনি ছাত্রসমাজকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

রবিবার দুপুর ১২টায় ভোলায় সরকারি কলেজ মাঠে ১৫ আগস্ট উপলক্ষে এক আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘তোমাদেরকে আজকে আমি বলি তরুণ ছাত্রসমাজ, তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বিএনপি যদি আবার সুযোগ পায়, বাংলাদেশের লক্ষ লক্ষ লোককে ওরা হত্যা করবে। সেজন্যেই স্বাধীনতার চেতনা, মূল্যবোধ বুকে ধারণ করে আগামী নির্বাচনের জন্য কাজ করতে হবে।’

ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক পারভিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় তোফায়েল আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ। এ ছাড়া মন্ত্রী সেখানে বেশ কয়েকটি উন্নয়নমুলক কাজের উদ্বোধন করেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর