thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

ডুবে যাওয়া ট্রলার ২১টি মৃত গরুসহ ভেসে উঠলো

২০১৮ আগস্ট ১৯ ১৮:৩৫:০০
ডুবে যাওয়া ট্রলার ২১টি মৃত গরুসহ ভেসে উঠলো

নারায়ণগঞ্জ প্রতিনিধি: জেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় গরু নিয়ে ডুবে যাওয়া ট্রলারটি ২১টি মৃত গরুসহ উদ্ধার করেছে নৌ পুলিশ। রবিবার সকালে মৃত গরু ভর্তি ট্রলারটি ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে।

শনিবার সন্ধ্যা ৭টায় বুড়িগঙ্গা নদীতে ফতুল্লা লঞ্চ ঘাট এলাকায় টাঙ্গাইল থেকে ২৯টি কুরবানি গরু নিয়ে বিক্রির জন্য ফতুল্লা হাটে আসে। ঘাটে ভিড়ার সময় ফতুল্লা লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাওয়ার সময় দুইটি লঞ্চের চাপায় পড়ে গরুর ট্রলারটি ডুবে যায়।

এঘটনায় ৩ জন আহত হন। পুলিশ ঘটনার জন্য দায়ী লঞ্চ এম ভি ধুলিয়া-১ এর মাস্টার ফারুক হোসেনকে আটক করেছে। অন্যরা এবং অপর লঞ্চ এম ভি আওলাদ শাহ’র লোকজন পালিয়ে যায়। ওই সময় ৬টি গরু উদ্ধার করা হয়।

ক্ষতিগ্রস্ত গরু ব্যবসায়ীরা এ দুর্ঘটনার জন্য দায়ী লঞ্চ এম ভি ধুলিয়া-১ এর মালিকের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন। ব্যবসায়ীদের দাবি, আরও তিনটি গরু নিখোঁজ রয়েছে। তাদের এই গরুর মূল্য প্রায় ৩০লাখ টাকা।

ওসি মঞ্জুর কাদের আরো জানান, বুড়িগঙ্গার জলসীমা কেরানীগঞ্জ থানার আওতাধীন হওয়ায় এই ঘটনার মামলাটিও কেরানীগঞ্জ থানায় দায়ের করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর