thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ওবায়দুল কাদেরের ফেসবুক আইডি 'হ্যাকড'

২০১৮ আগস্ট ১৯ ১৯:১৮:৩৬
ওবায়দুল কাদেরের ফেসবুক আইডি 'হ্যাকড'

দ্য রিপোর্ট প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ফেসবুক আইডি হ্যাকঙের শিকার হয়েছে।

রবিবার দুপুর থেকে মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রবেশ করা যাচ্ছে না।

মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) আবু তাহের মো. মহিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর থেকে মাননীয় মন্ত্রীর ফেসবুক আইডিতে প্রবেশ করা যাচ্ছে না। এটি হ্যাক হয়েছে বলে মনে করছি। আইডিটি উদ্ধারের চেষ্টা চলছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ফেসবুক আইডি হ্যাক হওয়ার ঘটনায় রমনা মডেল থানায় একটি জিডি করা হয়েছে।

সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ বলেন, স্যারের (মন্ত্রী) ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। ১৫ ঘণ্টা ধরে আইডিতে ঢোকা যাচ্ছে না। মন্ত্রীর প্রতিদিনের বিভিন্ন প্রোগ্রামের আপডেট ফেসবুক আইডিতে দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর