thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সড়ক-মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক: আইজিপি

২০১৮ আগস্ট ১৯ ১৯:৫৮:৫৩
সড়ক-মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক: আইজিপি

দ্য রিপোর্ট প্রতিবেদক: কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি জাবেদ পাটোয়ারী।

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক মহাসড়কে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

রবিবার কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি।

এ সময় আইজিপি যাত্রীদের সঙ্গে কথা বলেন। তাঁদের কাছে জানতে চান কোনো ভোগান্তি আছে কিনা। রেল কর্তৃপক্ষ পুলিশ প্রধানকে জানায়, দুএকটি ছাড়া মোটামুটি সময় মতো ছেড়ে যাচ্ছে ট্রেন। চলার পথে যাত্রীদের সতর্ক থেকে অপরিচিত লোকদের দেওয়া খাবার গ্রহণ না করার পরামর্শ দেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাবেদ পাটোয়ারী জানান, যাত্রীদের নিরাপত্তায় সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে।

আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, ‘কিছু প্রতারকচক্র কাজ করে। ঈদের সময়ও এরা কাজ করে। যখন জনগণ বেশি করে গ্রামে যেতে থাকে অথবা আসতে থাকে এসব জায়গায় কিছু কিছু ক্ষেত্রে প্রতারক চক্রও কিন্তু সক্রিয় থাকে। সেক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা লাগে।’

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর