thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

ফেনীতে ট্রাক-মাইক্রো সংঘর্ষ, নিহত ৭

২০১৮ আগস্ট ২০ ০৮:৩৮:৪৭ ২০১৮ আগস্ট ২০ ১০:০৫:০০
ফেনীতে ট্রাক-মাইক্রো সংঘর্ষ, নিহত ৭

ফেনী প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়া উপজেলায় গরুবাহী ট্রাকের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও সাতজন।হতাহতরা সবাই ঈদ উদযাপন করতে চট্টগ্রাম যাচ্ছিলেন।

সোমবার (২০ আগস্ট) ভোরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জে সুলতানা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তফা জানান, সোমবার ভোর রাতের দিকে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামগামী মাইক্রোবাসকে গরুবোঝাই ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে মাইক্রোবাসের ছয় যাত্রী নিহত হন। এঘটনায়িআহত হন অন্তত সাতজন। তাদের হাসপাতালে নেয়ার পথে আরও এক ব্যক্তির মৃত্যু হয়। আহত ছয়জনকে ফেনীর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।লাশগুলো সদর হাসপাতালের মর্গে রয়েছে। হতাহতদের পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, মাইক্রোবাস চালক মারা গেছেন। ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক। মাইক্রোবাস যাত্রীরা লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামে ঈদ করতে যাচ্ছিলেন বলে হাসপাতালে আহতদের পাশে থাকা একজন জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর