thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

লা লিগায় জয় দিয়েই শুরু রিয়ালের

২০১৮ আগস্ট ২০ ১০:২৪:০৬
লা লিগায় জয় দিয়েই শুরু রিয়ালের

দ্য রিপোর্ট ডেস্ক : স্প্যানিশ লা লিগায় রোনালদোবিহীন রিয়াল মাদ্রিদ শুভ সূচনা করেছে। নিজেদের মাঠে গেটাফের বিপক্ষে ২-০তে জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। দলের হয়ে একটি করে গোল পেয়েছেন গ্যারেথ বেল ও দানি কারবাহাল।

রবিবার (১৯ আগস্ট) সান্তিয়াগো বার্নাব্যু’তে ম্যাচের শুরু থেকেই বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেই খেলতে থাকে রিয়াল শিবির। অধিকাংশ সময়ই বল ছিল স্বাগতিকদের পায়েই।

ম্যাচের ২০ মিনিটের মাথায় এগিয়ে যায় গ্যালাকটিকোরা। স্প্যানিশ তারকা কারবাহাল রিয়ালের হয়ে মৌসুমের প্রথম গোলটি করেন। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০তে এগিয়ে থেকে মাঠ ছাড়ে সার্জিও রামোসের নেতৃত্বাধীন দলটি।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই স্কোর লাইন দ্বিগুণ করে মাদ্রিদের দলটি। ৫১ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ওয়েলস ফরোয়ার্ড বেল।

শেষ পর্যন্ত কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর