thereport24.com
ঢাকা, শনিবার, ৫ জুলাই 25, ২১ আষাঢ় ১৪৩২,  ৯ মহররম 1447

সদরঘাটে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে

২০১৮ আগস্ট ২০ ১১:১১:৫৩
সদরঘাটে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা স্বজনদের সঙ্গে উদযাপনে দক্ষিণাঞ্চলমুখী মানুষের ভিড় লেগেছে সদরঘাটে। সোমবার (২০ আগস্ট) ভোর থেকে যাত্রীদের ভিড়ে মুখরিত হয়ে উঠে সদরঘাট লঞ্চ টার্মিনাল।

ভোর সাড়ে ৫টার দিকে টার্মিনাল ঘুরে এমন দৃশ্য দেখা যায়। যাত্রীরা ভোর থেকে ঘাটে এসে পৌঁছাতে থাকেন।

চাঁদপুরের এক যাত্রী ইমরান জানান, দিনে যানজট এড়াতে ভোর সাড়ে ৩টার দিকে মিরপুর থেকে রওনা দেই। রাস্তা ফাঁকা থাকায় সোয়া ৪টায় টার্মিনালে এসে পৌঁছে যাই। দুপুরের পর থেকে যাত্রী চাপ অনেক বেশি হতে পারে, তাই আগেই চলে আসা।

সোনার তরী লঞ্চের স্টাফ রাকিব জানান, এখন যাত্রীর চাপ বাড়তে থাকবে। দুপুরের পর থেকে পুরোদমে যাত্রীরা আসতে শুরু করবেন।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর