thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

নরসিংদীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৮

২০১৮ আগস্ট ২০ ২১:৪৮:২৭
নরসিংদীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৮

নরসিংদী প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

সোমবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাবো থানার নীলকুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি তরিকুল ইসলাম বলেন, রাত পৌনে ৯টার দিকে ঢাকাগামী ‘ঢাকা বস’ পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আটজন নিহত হন। আহত হন অন্তত ১০ জন।

নিহতরা সবাই লেগুনার যাত্রী। প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন। নিহতদের মধ্যে লেগুনার চালকও রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর