thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি

২০১৮ আগস্ট ২১ ০৯:৫০:৪৯
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি

দ্য রিপোর্ট ডেস্ক : আইসিসির সাবেক সভাপতি এহসান মানিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

সোমবার বর্তমান চেয়ারম্যান নাজাম শেঠির পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যে মানির নিয়োগ চূড়ান্ত করা হয়। এরপর নিজে টুইট করে সিদ্ধান্তের কথা জানান ইমরান খান। এর আগে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন নাজাম শেঠি।

পদত্যাগপত্রে নাজাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু পাকিস্তান ক্রিকেটকে নিয়ে আপনার স্বপ্ন ও বিশেষ পরিকল্পনা রয়েছে, সেজন্য তা বাস্তবায়নে আপনার নিয়োজিত একটি ব্যবস্থাপনা কমিটি সবচেয়ে ভাল কাজ করতে পারবে। এ কারণে আমি আমার পদত্যাগপত্র জমা দিচ্ছি।

সম্প্রতি পাকিস্তানের সাধারণ নির্বাচনে ইমরান খানের দল বিজয়ী হওয়ার পর গুঞ্জন শুরু হয় দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির চেয়ারম্যান পদে বসতে চলেছেন ওয়াসিম আকরাম। তবে সেই গুঞ্জনকে ভুল প্রমাণিত করে নিয়োগ পেলেন এহসান মানি।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর