thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বগুড়ায় নিজ বাড়িতে মা-মেযে খুন

২০১৮ আগস্ট ২১ ১০:০৭:৪২
বগুড়ায় নিজ বাড়িতে মা-মেযে খুন

বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলায় নিজ বাড়িতে মা-মেয়ে খুন হয়েছে।

সোমবার (২০ আগস্ট) রাতে শহরের বড়গোলা টিনপট্টি এলাকায় গলা কেটে তাদের হত্যা করা হয়। কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করেছে, তা জানা যায়নি।

মঙ্গলবার (২১ আগস্ট) সকালে পাশের বাসার লোকজন তাদের লাশ দেখে পুলিশকে খবর দেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতরা হলেন রুবাইয়া (২৮) ও তার মেয়ে সুমাইয়া (৭)।

রুবাইয়া টিনপট্টির ইউসুফ আলীর স্ত্রী। ইউসুফ আলী বর্তমানে সৌদি আরবপ্রবাসী।

নিহত রুবাইয়ার বাবা আবদুল হামিদ জানান, তার মেয়েজামাই সৌদিতে থাকেন। তার মেয়ে ও নাতনিকে রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে খুন করে চলে যায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। খুনের ঘটনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর