thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

২০১৮ আগস্ট ২১ ১৯:২২:০৫
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশে বঙ্গবন্ধু সেতু থেকে নাটিয়াপাড়া পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার বিকেল পৌনে ৩টা থেকে এ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ঘরমুখো মানুষ।

হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের সিরাজগঞ্জের মহাসড়কে গাড়িগুলো ঠিক মতো টানতে না পারার কারণে সেতুর ওপর পর্যন্ত গাড়িগুলো আটকে রয়েছে। এ কারণে টাঙ্গাইল অংশে যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে গাড়িগুলো মহাসড়কে আটকে আছে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্তও এ যানজট দেখা গেছে।

রংপুরগামী মিজান নামের এক বাসযাত্রী বলেন, ‘ঢাকা থেকে সকাল সাড়ে ৬টার দিকে বাসে উঠেছি। বিকেল সাড়ে ৪টায় টাঙ্গাইলে এসে যানজটে আটকে আছি। সারা রাস্তাতেই গাড়ির ধীরগতি ছিল। মাঝেমধ্যেই গাড়ি আটকে যেতো। এখন তো গাড়ি চলছেই না।’

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় যানজটের কথা স্বীকার করে বলেন, ‘যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। আশা করছি, দ্রুতই যানজট স্বাভাবিক হবে।’

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ২১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর