thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

পল্লবীতে রিজার্ভ ট্যাংক বিস্ফোরণ, দগ্ধ ৯

২০১৮ আগস্ট ২২ ০৮:৪৩:২৪
পল্লবীতে রিজার্ভ ট্যাংক বিস্ফোরণ, দগ্ধ ৯

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পল্লবী থানাধীন এলাকার একটি বাড়িতে রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে নয়জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মিরপুর-১২ নম্বরের ই-ব্লক লাইন-৪ এলাকার বাসিন্দা মোশারফ হোসেনের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ছয়তলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) ইমরানুল ইসলাম।

তিনি জানান, দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- সুরত আলী (৬০), তার স্ত্রী বেদানা বেগম (৫০), ছেলে রাব্বি, তার স্ত্রী লাবণী, সুরত আলীর মেয়ে আলেয়া (৩০), আলেয়ার মেয়ে মিলি (৫), বাড়ির মালিক মোশারফ হোসেন, তার ছেলে জিসান (১৮) ও আত্মীয় আলমগীর (৩২)।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, সবাই কম বেশি পুড়েছেন। নয়জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর