thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

বিএনপি সহিংসতার আশ্রয় নিলে দাতভাঙা জবাব: কাদের

২০১৮ আগস্ট ২২ ১৯:১১:৫৯
বিএনপি সহিংসতার আশ্রয় নিলে দাতভাঙা জবাব: কাদের

নোয়াখালী প্রতিনিধি: ৫ জানুয়ারির মতো নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি জ্বালাও-পোড়াও করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

কাদের আরো বলেন, ‘নির্বাচনে না এসে ২০১৪ সালের মতো সন্ত্রাস, সহিংসতায় যদি তারা আশ্রয় নেয়, আমরা জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেবো।’

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিএনপি ও অন্য রাজনৈতিক দলগুলো নির্দলীয় সরকার বা সহায়ক সরকারের অধীনে নির্বাচন করার দাবি জানায়। কিন্তু আওয়ামী লীগ দাবি মেনে নেয় না। তখন নির্বাচন বর্জন করেছিল বিএনপি। ফলে নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ১৫৩টি আসনে সংসদ সদস্যরা নির্বাচিত হন। বাকি ১৪৭ জন সংসদ সদস্য জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন। এর আগের সংসদে বিরোধী দলের ভূমিকায় ছিল বিএনপি।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ২২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর