thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

কুমিল্লায় পার্ক থেকে কিশোরের মরদেহ উদ্ধার

২০১৮ আগস্ট ২৩ ০৯:৪৪:৫১
কুমিল্লায় পার্ক থেকে কিশোরের মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ড্রিমল্যান্ড পার্ক থেকে এক কিশোরের (১০) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ড্রিমল্যান্ড পার্কের মালিক সাইফুল ইসলাম শাহিনকে আটক করা হয়েছে।

বুধবার (২২ আগষ্ট) রাত ১০টায় উপজেলার সুয়াগাজি এলাকার ড্রিমল্যান্ড পার্ক থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কিশোরের নামপরিচয় জানা যায়নি। তবে তার বাড়ি উপজেলার সুয়াগাজি এলাকায় বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্র জানান, সন্ধ্যায় স্থানীয় এক গরীব পরিবারের কিশোরটি একটি নাগরদোলায় চড়ার সময় সেখানের ঝুলে থাকা একটি দড়ির সাথে তার গলা পেঁচিয়ে যায়। ওই সময় ফাঁস লেগে তার মৃত্যু হয়। পার্ক কর্তৃপক্ষের অবহেলায় সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় নাগরদোলায় কিশোরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্থানীদের।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কমল কৃষ্ণ ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পার্কের মালিক শাহিনকে আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর