thereport24.com
ঢাকা, রবিবার, ৬ জুলাই 25, ২২ আষাঢ় ১৪৩২,  ১০ মহররম 1447

কক্সবাজার বিবাদ মেটাতে গিয়ে যুবক খুন

২০১৮ আগস্ট ২৩ ১২:১৪:৫৬
কক্সবাজার বিবাদ মেটাতে গিয়ে যুবক খুন

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরে দুই ছিনতাইকারীর বিবাদ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে শাহাবুদ্দিন (৩২) নামে এক যুবক খুন হয়েছেন।

বুধবার (২২ আগস্ট) রাত সাড়ে ৮টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দক্ষিণ রুমালিয়ারছড়ার ঘোনারপাড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, গত সোমবার সন্ধ্যায় কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় ভাগ-বাটোয়ারা নিয়ে এক ছিনতাইকারী অপর ছিনতাইকারীকে ছুরিকাঘাত করার সময় মাঝখানে দাঁড়িয়ে যান শাহাবুদ্দিন। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কক্সবাজার সদর থানার ওসি (অপারেশন) মাঈন উদ্দিন বলেন, শহরের চিহ্নিত দুই ছিনতাইকারীর বিবাদ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন শাহাবুদ্দিন। ওই দুই ছিনতাইকারীকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর