thereport24.com
ঢাকা, শনিবার, ১১ মে 24, ২৮ বৈশাখ ১৪৩১,  ৩ জিলকদ  1445

আমিরাতে সেনা ঘাঁটিতে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা

২০১৮ আগস্ট ২৩ ১২:৩২:০৩
আমিরাতে সেনা ঘাঁটিতে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা

দ্য রিপোর্ট ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের সেনা ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনারা।

এবার ইয়েমেনের পশ্চিম উপকূলবর্তী এলাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের সেনা সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালালো তারা।

আল-মাসিরা ওয়েবসাইটের খবর অনুসারে, ক্ষেপণাস্ত্রটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইয়েমেনের পশ্চিম উপকূলবর্তী এলাকায় সংযুক্ত আরব আমিরাতের সেনাদের শক্তিশালী অবস্থান রয়েছে। সেখান থেকে কিছুদিন আগে তারা হুদাইদা শহর দখলের অভিযান চালিয়েছিল। তবে সে আগ্রাসন রুখে দেয় হুথি যোদ্ধারা ও তাদের অনুগত সেনারা।

একই এলাকায় গত বৃহস্পতিবার আরব আমিরাতের সেনাদের কয়েকটি অবস্থানে হামলা চালিয়েছিল ইয়েমেনের সেনারা। এছাড়া, সৌদি আরবের নাজরান প্রদেশের কয়েকটি অবস্থানে ইয়েমেনের গোলন্দাজ ইউনিট হামলা চালায়।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। তবে আজ পর্যন্ত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি আগ্রাসী দেশগুলো। বরং ইয়েমেনের হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং দেশটিতে মারাত্মক কলেরা ও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর