thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

২০১৮ আগস্ট ২৪ ১০:৪১:৫৭
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

কক্সবাজার প্রতিনিধি: জেলার টেকনাফ উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আজিজুর রহমান আজাদ (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ২০ হাজার ইয়াবা, একটি অগ্নিদগ্ধ মাইক্রোবাস, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলির খোসা ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ভোরে টেকনাফ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান সাভারের শ্যামপুর এলাকার আনিসুর রহমানের ছেলে।

র‌্যাব জানায়, টেকনাফ থেকে মাইক্রোবাসে ইয়াবার একটি চালান ঢাকা নেয়া হচ্ছিল। সংবাদ পেয়ে টেকনাফে অস্থায়ী তল্লাশি চৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে র‌্যাব।

একপর্যায়ে একটি মাইক্রোবাস থামানোর নির্দেশ দেয় র‌্যাব। কিন্তু মাইক্রোবাসটি না থামিয়ে চালক র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় র‌্যাবও গুলি ছুড়লে ওই গাড়িতে থাকা আজিজুর রহমান আজাদ নিহত হন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিৎ কুমার বড়ুয়া বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর