thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

চুয়াডাঙ্গায় চরমপন্থী নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

২০১৮ আগস্ট ২৫ ১১:৪২:২০
চুয়াডাঙ্গায় চরমপন্থী নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামে চরমপন্থী নেতা বারী হকের (৪৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বারী হক পাশের নতিপোতা গ্রামের পচু শেখের ছেলে।

শনিবার (২৫ আগস্ট) সকালে উপজেলার হোগলডাঙ্গা গ্রামের ছালাভরা মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির পরিবারের দাবি, সাদাপোশাকের পুলিশ তাঁকে তুলে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে। পুলিশের ভাষ্য, চরমপন্থীদের অভ্যন্তরীণ বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে বারী হক খুন হতে পারেন।

পুলিশ জানায়, আজ সকাল সাতটার দিকে এলাকার দফাদারের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকাবাসী লাশটিকে চরমপন্থী নেতা বারী হকের বলে শনাক্ত করেন। সকাল সাড়ে নয়টার দিকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত ব্যক্তির স্ত্রী আনজিরা খাতুন বলেন, গতকাল শুক্রবার দুপুরে করিমপুর এলাকা থেকে সাদাপোশাকে পুলিশ বারী হককে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। সকালে তাঁর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, নিহত বারী হক চরমপন্থী রুহুল বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন । তাঁর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানাসহ আশপাশের থানায় একাধিক মামলা রয়েছে।

ওসি বলেন, বারী হককে সাদাপোশাকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি জানা নেই।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর