thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

অবশেষে ধরা পড়লেন ‘চুমু বাবা’

২০১৮ আগস্ট ২৫ ১২:৪৩:৫০
অবশেষে ধরা পড়লেন ‘চুমু বাবা’

দ্য রিপোর্ট ডেস্ক : সাংসারিক সমস্যা থেকে শারীরিক সমস্যা? সংসারে স্বামীকে নিয়ে অশান্তি! দীর্ঘদিন ধরে সন্তান হচ্ছে না! পরকীয়ায় আসক্ত হয়েছেন স্বামী? স্বামীকে বশ করা যাচ্ছে না? কোনো চিন্তা নেই। সোজা চলে আসুন ‘চুমু বাবা’র কাছে! এক চুমুতেই কিস্তিমাত! এ ধরনের প্রচারণা চালিয়ে এত দিন ঠকানো হচ্ছিল নারীদের।

গ্রেপ্তার হওয়া চুমু বাবার কাছে প্রতারণার শিকার লোকজন জানায়, সংসারের যাবতীয় সমস্যা সমাধানের এই চুমুর নাম হচ্ছে ‘চমৎকারী চুমু’। বলা হতো, এই চুমুর এমনই গুণ যে একবার চুমু বাবার কাছে গিয়ে চমৎকারী চুমু খেলেই সব সমস্যা নিমেষেই দূর হয়ে যাবে। তবে শর্ত একটাই, চুমু বাবার কাছে আসতে হবে শুধু নারীদের।

এমনই রমরমা ব্যবসা ফেঁদে বসেছিলেন ভারতের আসাম রাজ্যের স্বঘোষিত চুমু বাবা রামপ্রকাশ চৌহান। কিন্তু চুমু বাবা সেজেও শেষ রক্ষা হলো না। চুমুর অলৌকিক ক্ষমতা তাঁকে পুলিশি গ্রেপ্তার ঠেকাতে পারল না। এই চুমু বাবার ভণ্ডামির হদিস পেয়েই আসাম পুলিশ গ্রেপ্তার করেছে তাঁকে। সেই সঙ্গে ছেলের হয়ে প্রচারণা চালানোর অভিযোগে রামপ্রকাশ চৌহানের মাকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, ভারতের আসাম রাজ্যের মরিগাঁও জেলার ভোরালটুপ গ্রামের বাসিন্দা রামপ্রকাশ চৌহান। বয়স ত্রিশের কোঠায়। স্বঘোষিত এই অলৌকিক ক্ষমতাধর চুমু বাবা তাঁর আখড়ায় সমস্যা নিয়ে যাওয়া নারীদের জড়িয়ে ধরে চুমু দিতেন, আর তাতেই নাকি সব সমস্যার সমাধান হয়ে যেত।

আজব এই চুমুর মাহাত্ম্য ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে গ্রামের পর গ্রাম, এমনকি বহু দূর অবধি। প্রতিদিন দলে দলে নারীরা আসতে থাকে নানা সমস্যা নিয়ে চুমু বাবার ডেরায়। ভক্ত সমাগমের জেরে বাড়ির সামনে চুমু বাবার মন্দিরও নির্মাণ করা হয়। আর ছেলের এমন মাহাত্ম্যের কথা রীতিমতো প্রচার করতে শুরু করে দিলেন চুমু বাবা রামপ্রকাশ চৌহানের মাও।

শেষমেশ স্থানীয় সংবাদমাধ্যমের কাছ থেকে বিষয়টি জানতে পারে আসাম পুলিশ। তার পরই অভিযান চালিয়ে হাতেনাতে চুমু বাবা ও তাঁর মাকে গ্রেপ্তার করা হয়। বুজরুকির মাধ্যমে নারীদের আলিঙ্গন করে চুমু খাওয়ার অভিযোগে চুমু বাবাকে যেমন গ্রেপ্তার করা হয়, তেমনি ছেলের এই ভণ্ডামি ব্যবসায় সাহায্য করার জন্য চুমু বাবার মাকেও গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয় মারিগাঁওয়ের পুলিশ অধিকর্তা জে বরা জানিয়েছেন, অভিযুক্ত চুমু বাবা রামপ্রকাশ চৌহানের বিরুদ্ধে অভিযোগ ছিল, বিভিন্ন রকমের সমস্যা দূর করে দেওয়ার নামে নারীদের জড়িয়ে ধরে চুমু খাওয়ার মাধ্যমে যৌন লালসা পূরণ করতেন তিনি। সে অভিযোগেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর