thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে কারাগারে ফখরুল

২০১৮ আগস্ট ২৫ ১৬:৫৯:১৮
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে কারাগারে ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক: কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে শনিবার (২৫ আগস্ট) বিকেল ৪টা ২ মিনিটে যান তিনি।

গত ৮ ফেব্রুয়ারি মাসে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ের পর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ওই কারাগারে রাখা হয়েছে। সেখানে তিনিই এখন একমাত্র বন্দি।

এর আগে ২২ আগস্ট, পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে বেলা সাড়ে ১২টায় নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে যান মির্জা ফখরুল। কিন্তু ওইদিন তাকে প্রবেশের অনুমতি দেয়া হয়নি। সেসময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

তবে ওইদিন বিকেলে কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন পরিবারের স্বজনরা। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তার বড় বোন সেলিমা ইসলাম, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শার্মিলা রহমান সিঁথি, তার ছোট মেয়ে জাহিয়া রহমান, ভাগ্নে ড. মামুন ও খালেদা জিয়ার এক ভাতিজি।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর