thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

মার্কিন সিনেটর জন ম্যাককেইন আর নেই

২০১৮ আগস্ট ২৬ ০৯:০৫:০১
মার্কিন সিনেটর জন ম্যাককেইন আর নেই

দ্য রিপোর্ট ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইন মারা গেছেন। তার অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় শনিবার (২৫ আগস্ট) ৮১ বছর বয়সে তার মৃত্যু হয়। এসময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ২০১৭ সালের জুলাইয়ে ম্যাককেইনের মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার (২৪ আগস্ট) তার পরিবার চিকিৎসা বন্ধের সিদ্ধান্ত নেয়।

এক টুইটার বার্তায় ম্যাককেইনের মেয়ে মেগান বলেন, তার জীবনকাল এখন উদাহরণ। বাবার সঙ্গে যেভাবে দিনগুলো কাটিয়েছিলাম এখন সেভাবে আর কাটানো যাবে না।

ভিয়েতনাম যুদ্ধে ম্যাককেইন একজন যোদ্ধা পাইলট ছিলেন। ওই সময় তার বিমানে গুলি করলে বিমানটি বিধ্বস্ত হয় এবং তাকে পাঁচ বছরেরও বেশি সময় যুদ্ধবন্দি হিসেবে রাখা হয়। বন্দি অবস্থায় তাকে নির্মম নির্যাতন করা হয়েছিলো।

ম্যাককেইনের মৃত্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শোক প্রকাশ করে টুইট করেছেন। তিনি বলেন, জন ম্যাককেইনের পরিবারের জন্য গভীর সহানুভূতি ও সম্মান জানাচ্ছি। তার আত্মার শান্তি কামনা করছি।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর