thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

কুমিল্লায় পার্কে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

২০১৮ আগস্ট ২৬ ০৯:৫১:৫৯
কুমিল্লায় পার্কে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি : ঈদের আনন্দে বন্ধুদের সঙ্গে পার্কের রাইডসে চড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে কুমিল্লা সিটি কর্পোরেশন পরিচালিত সিটি পার্কে এ ঘটনা ঘটে।

নিহত রায়হান জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই সরকারি ডিগ্রি কলেজের অনার্স (মার্কেটিং) ২য় বর্ষের ছাত্র এবং নগরীর ছোটরা এলাকার খোকন মিয়ার ছেলে।

এ ঘটনার পর বিশেষজ্ঞ সনদ না পাওয়া পর্যন্ত পার্কের সকল রাইডস অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে পুলিশ।

কোতয়ালী মডেল থানাধীন কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নুরুল ইসলাম জানান, ওই কলেজ ছাত্র বন্ধুদের সঙ্গে পার্কের ভেতর বিদ্যুৎ চালিত মোটরবোর্টে (ঝুলন্ত নৌকা) চড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কোতয়ালী মডেল থানার ওসি আবু সালাম মিয়া জানান, পার্কের ভেতর যে সকল রাইডস স্থাপন করা হয়েছে, বিশেষজ্ঞ দ্বারা এগুলির ছাড়পত্র না পাওয়া পর্যন্ত সকল রাইডস বন্ধ রাখতে সিটি মেয়রকে অনুরোধ করা হয়েছে।

তিনি আরও জানান, কলেজ ছাত্রের পরিবারের পক্ষ থেকে মামলা কিংবা মরদেহের ময়নাতদন্ত করাতে রাজি হয়নি।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর