thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত, চলাচল বন্ধ

২০১৮ আগস্ট ২৬ ১০:০৫:০৬
ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত, চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরের বোকাইনগর রেলস্টেশনের কাছে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রবিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী টাউন সাব ইন্সপেক্টর (এটিএসআই) রেজাউল করিম জানান, ময়মনসিংহ থেকে ভৈরবগামী ট্রেনটি লাইনচ্যুত হয়। উদ্ধারকারী রিলিফ ট্রেন রওয়ানা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই উদ্ধার প্রক্রিয়া শুরু হবে।

এদিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মো. শরিফুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ভৈরব যাওয়ার পথে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে গেছে। দ্রুত সময়ের মধ্যেই উদ্ধারকাজ শুরু হবে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর