thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ 25, ৪ চৈত্র ১৪৩১,  ১৮ রমজান 1446

শিমুলিয়া-কাঁঠালবাড়ীতে ১১ ঘণ্টা পর ফেরি চালু

২০১৮ আগস্ট ২৭ ০৯:০৪:৩১
শিমুলিয়া-কাঁঠালবাড়ীতে ১১ ঘণ্টা পর ফেরি চালু

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ১১ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার (২৭ আগস্ট) সকাল ৭টায় শিমুলিয়া ফেরি ঘাট এলাকা থেকে ফেরি ছেড়ে যায়। রবিবার (২৬ আগস্ট) রাত ৮টা থেকে সকল ধরনের ফেরি চলাচল বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এ তথ্য জানায়।

রবিবার সকাল থেকেই ছোট ও হালকা গাড়ি পারাপার করছে ফেরিগুলো। ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা বেশিরভাগ গাড়িই দূরপাল্লার যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার। গতকাল রাতে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় অনেক গাড়ি অপেক্ষায় আছে পারাপারের জন্য।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালিদ নিয়াজ জানান, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি গতকাল রাত ৮টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে। লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকট নিরসনের জন্য চ্যানেলের মুখে বালি অপসারণের (খনন) কাজ চলে। সোমবার সকাল ৭টার সময় শিমুলিয়া ফেরি ঘাট এলাকা থেকে ফেরি ছেড়ে যায়। সারা রাত ফেরি চলাচল না করাতে ঘাট এলাকায় পারাপারের জন্য গাড়ির সংখ্যা বাড়তে থাকে। এই নৌরুটে কে-টাইপ, মাঝারি ও রো রো ফেরিসহ ১৭টি ফেরি চলাচল করছে।

তিনি আরও জানান, বর্তমানে ঘাট এলাকায় সাত শতাধিক গাড়ি পারের অপেক্ষায় অবস্থান করছে। রো রো ফেরিকে মাঝিকান্দী পালের চর রুটে অতিরিক্ত ৩০ কিমি ঘুরে পথ পাড়ি দিয়ে কাঠালবাড়ী যেতে হবে। লৌহজং টার্নিং পয়েন্ট হয়ে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে কে-টাইপ, মাঝারি আকৃতির ফেরি চলাচল করবে। তবে রো রো ফেরি লৌহজং টার্নি পয়েন্টে চলাচল করতে পারলে দ্রুত যানবাহন পারাপার করতে পারত।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর