thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল

২০১৮ আগস্ট ২৭ ০৯:৩৬:০৯
রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেছে বিএনপি।

সোমবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের নতুন গেট থেকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের মিছিলটি শুরু হয়। মিছিলটি চানখাঁরপুল মোড়ের কাছে গিয়ে শেষ হয়।

মিছিল শুরুর সময় উপস্থিত নেতাকর্মীদের সামনে পথসভায় সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বক্তব্য রাখেন।

মিছিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে নেতাকর্মীরা স্লোগান দেন।

মিছিলের আগে সমাবেশে রিজভী বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে। তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। অন্যথায় এ অবৈধ সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর