thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রাজশাহীতে বাস উল্টে যুবক নিহত

২০১৮ আগস্ট ২৭ ১০:৩০:০৫
রাজশাহীতে বাস উল্টে যুবক নিহত

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর সদর উপজেলায় বাস উল্টে আমিনুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায়কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

রবিবার (২৬ আগস্ট) দিনগত রাত পৌনে ১টার দিকে রাজশাহী উপজেলার বেলপুকুর বিজিবি চেকপোস্টের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম (৩০) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।

রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, রূপা এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-গ-১১-১৩৪৯) নামের ওই বাসটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকেন রাজশাহী হয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি পুঠিয়ার বেলপুকুর বিজিবি চেকপোস্ট পার হতেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার বাম পাশে পড়ে উল্টে যায়। এসময় আহত হয় কমপক্ষে ২১ জন।

আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষণা করেন। অন্যরা সেখানেই চিকিৎসাধীন।

রাজশাহী শিবপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোস্তাফিজুর রহমান জানান, উদ্ধারকাজে ফায়ার সার্ভিসকে পুলিশ সহায়তা করছে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর