thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে ট্রেন থেকে পড়ে ২ যুবক নিহত

২০১৮ আগস্ট ২৭ ১৩:০৪:২৯
চট্টগ্রামে ট্রেন থেকে পড়ে ২ যুবক নিহত

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই উপজেলার মাস্তাননগর এলাকায় আধা ঘণ্টার ব্যবধানে দুটি ট্রেন থেকে পড়ে গিয়ে দুই যুবক নিহত হয়েছেন।

নিহতরা হলেন হাসান বেপারী ও মো. মানিক। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

রেলওয়ে (জিআরপি) থানার ওসি মোস্তাফিজ ভূঁইয়া জানান, রবিবার (২৬ আগস্ট) রাতে চট্টগ্রামমুখী ট্রেন কর্ণফুলী ও চাঁদপুর থেকে আসা সাগরিকা ট্রেন থেকে চার যাত্রী পড়ে যান। তারা ট্রেনের দরজায় বসেছিলেন। রেলওয়ের পিলারের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান বলে প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে।

যাত্রী হাসান বেপারী ও মো. মানিক ঘটনাস্থলেই মারা যান। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেলওয়ে থানা জানায়, সোমবার সকালে দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর