thereport24.com
ঢাকা, সোমবার, ৭ জুলাই 25, ২২ আষাঢ় ১৪৩২,  ১১ মহররম 1447

ইরান-সিরিয়া প্রতিরক্ষা চুক্তি সই

২০১৮ আগস্ট ২৭ ১৮:৫৯:৫০
ইরান-সিরিয়া প্রতিরক্ষা চুক্তি সই

দ্য রিপোর্ট ডেস্ক: সিরিয়ায় ইরানি সেনা উপস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলের আপত্তি উপেক্ষা করে সিরিয়া ও ইরান প্রতিরক্ষা এবং কৌশলগত সহযোগিতা চুক্তি সই করেছে।

সিরিয়া সফররত ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি ও সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আলী আবদুল্লাহ আইয়ুবের মধ্যে রবিবার এ চুক্তি সই হয়েছে।

চুক্তি সইয়ের পর জেনারেল হাতামি জানান, নতুন চুক্তি অনুসারে দ্বিপক্ষীয় উপস্থিতি, অংশগ্রহণ এবং সহযোগিতার বিষয়গুলো নির্ধারণ করা হবে।

জেনারেল হাতামি বলেন, যুদ্ধের সময় পেছনে ফেলে সিরিয়া এখন পুনর্গঠনের যুগে প্রবেশ করেছে এবং সেই প্রক্রিয়ায় তেহরান গঠনমূলক ভূমিকা পালন করবে।

সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের সঙ্গে সহযোগিতার মধ্য দিয়ে আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করব এবং কোনো পক্ষ বা দেশকে তেহরানের সঙ্গে দামেস্কের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে দেব না।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর