thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ঢাকায় শিশু ধর্ষণ, কিশোর আটক

২০১৮ আগস্ট ২৮ ০৯:৩৪:১৩
ঢাকায় শিশু ধর্ষণ, কিশোর আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে এক শিশু (৯) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে শিপন (১৪) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসার জন্য রাত সাড়ে ১১টার দিকে শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা জানান, কলোনি এলাকায় ওই শিশু তার পরিবারের সঙ্গে থাকে। পাশেই শিপনের বাসা। পূর্বপরিচিত হওয়ায় সন্ধ্যায় তার বাসায় যায় শিশুটি। এক পর্যায়ে শিপন শিশুটিকে ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেয় এবং তাকে ধর্ষণ করে। এই অভিযোগে মামলা প্রক্রিয়াধীন। শিপনকে আটক করে থানায় রাখা হয়েছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর