thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

যমুনায় শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ৩

২০১৮ আগস্ট ২৮ ১২:৩৮:২৮
যমুনায় শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ৩

মানিকগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে ঢাকায় ফেরার পথে মানিকগঞ্জের যমুনা নদীতে শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে।

মঙ্গলবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রীবাহী ট্রলারটি পাবনার কাজিরহাট থেকে আরিচা ঘাটে আসার পথে চরশিবালয় এলাকায় ডুবে যায়।

যাত্রীদের মধ্যে সবাই তীরে উঠতে সক্ষম হলেও দুই শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছেন।

তীরে সাঁতরে ওঠা আলহাজ নামের এক যাত্রী জানান, তিনিসহ প্রায় সবাই তীরে উঠতে পারলেও তার বাবা নুর বখতসহ (৫০) দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। নিখোঁজ নুর বখত সাভার ইপিজেড এ চাকুরী করেন।

নৌকাটিতে আনুমানিক শতাধিক যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শিবালয় থানার ওসি হাবিবুল্লাহ সরকার জানান, ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে পুলিশ স্পিডবোট নিয়ে গেছে।

নিখোঁজ যাত্রীদের উদ্ধারে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল কাজ চালিয়ে যাচ্ছে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর