thereport24.com
ঢাকা, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১,  ১৬ জমাদিউল আউয়াল 1446

স্রেফ পায়চারি ও পা নাচিয়ে ওজন কমান

২০১৮ আগস্ট ২৮ ১৩:৪০:৪৫
স্রেফ পায়চারি ও পা নাচিয়ে ওজন কমান

দ্য রিপোর্ট ডেস্ক : একজন মানুষ স্রেফ ঘরে পায়চারি, এটা-ওটা ছোট কাজকর্ম, পা নাচানো ইত্যাদি করেও সপ্তাহ শেষে প্রায় ৩৫০ ক্যালরি ক্ষয় হতে পারে। নিয়মিত হাঁটাহাঁটি ও ব্যায়ামের বাইরেও কীভাবে দৈনন্দিন কাজের মাধ্যমে মেটাবলিক রেট বাড়িয়ে ক্যালরি ক্ষয় করা যায় তা দেখে নেওয়া যাক।

১. বাড়িতে বা অফিসে লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করতে পারেন। ১২টি সিঁড়ি ওঠা ও নামার পর আপনি ৫ ক্যালরি ক্ষয় করতে পারবেন।

২. কিছুটা দূরে গাড়ি পার্ক করে বা বাস থেকে নেমে বাকিটা পথ হেঁটে আসুন।

৩. কোনো কারণে হাঁটতে হলে (যেমন বাজার করার সময়) একটু দ্রুত লয়ে হাঁটুন।

৪. অফিসে প্রতি এক ঘণ্টা পরপর চেয়ার থেকে উঠে দাঁড়ান, আড়মোড়া ভাঙুন ও পারলে পায়চারি করুন।

৫. বাড়িতে টিভি দেখা বা বসে পত্রিকা পড়ার মাঝে এদিক-ওদিক হাঁটাহাঁটি করুন। ঘরের কাজ করতে পারেন। ১৫ মিনিট মেঝে ঝাড়ু দিলে ৩৯ ক্যালরি, দাঁড়িয়ে বাসনকোসন ধুলে ২২ ক্যালরি ক্ষয় হয়।

এভাবে প্রতিদিন ক্যালরি ক্ষয়ের পরিমাণ একটু একটু বাড়িয়ে আমরা তা সপ্তাহা‌ন্তে মোট ব্যায়ামের সঙ্গে যোগ করতে পারি। সেই সঙ্গে ক্যালরি গ্রহণও কমাতে হবে। কেউ যদি প্রতিদিন অতিরিক্ত ১০০ ক্যালরি পরিমাণ খাবার গ্রহণ করে, তবে বছর শেষে ৪ থেকে ৫ কেজি ওজন বাড়বে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

লাইফস্টাইল এর সর্বশেষ খবর

লাইফস্টাইল - এর সব খবর