thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

‘দায়িত্ব পালনে গাফিলতি বরদাশত করা হবে না’

২০১৩ নভেম্বর ০৮ ১৯:২০:১৫
‘দায়িত্ব পালনে গাফিলতি বরদাশত করা হবে না’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক: অপ্রীতিকর ও নাশকতামূলক ঘটনারোধে পুলিশ বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। তিনি বলেছেন, ‘দায়িত্ব পালনে কারো ন্যূনতম গাফিলতি কোনো অবস্থাতেই বরদাশত করা হবে না।’

খুলনা ও বরিশাল বিভাগীয় পুলিশ লাইনে বরিশাল রেঞ্জ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব, আরআরএফ, এপিবিএন সদস্যদের সঙ্গে শুক্রবার পৃথক দুটি মতবিনিময় সভায় হাসান মাহমুদ এই কথা বলেন। বাংলাদেশ পুলিশের সদর দফতর খবরটি জানিয়েছে।

আইজিপি বলেন, ‘গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় ইতোমধ্যে বাংলাদেশ পুলিশের কর্মকুশলতা ও পেশাদারিত্ব দেশবাসীর কাছে প্রশংসিত হয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন এবং আইনশৃঙ্খলা পরিপন্থী ও সংঘাতপূর্ণ কর্মতৎপরতা রোধে পুলিশের দক্ষতা ও সক্ষমতা সর্বমহলে স্বীকৃতি লাভ করেছে।’

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শামসুদ্দিন, খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান, বরিশাল রেঞ্জের ডিআইজি ডা. মো. আবদুর রহিম, এপিবিএন, আরআরএফ ও র‌্যাবের কমান্ড্যান্টরা।

(দিরিপোর্ট২৪/ডি/আইজেকে/এমডি/নভেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর