thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

রোনালদোই জিতলেন সেরা গোলের পুরস্কার

২০১৮ আগস্ট ২৯ ০৮:৫৭:১৯
রোনালদোই জিতলেন সেরা গোলের পুরস্কার

দ্য রিপোর্ট ডেস্ক : জুভেন্টাসের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদো বাইসাইকেল কিকে অসাধারণ একটি গোল করেছিলেন। সেটি উয়েফার মৌসুম সেরা গোলের পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিল। অন্যদের পিছনে ফেলে তার গোলটিই মৌসুম সেরা গোলের পুরস্কার জিতেছে।

সংক্ষিপ্ত তালিকায় থাকা সবগুলো গোল মোট ৩ লাখ ৪৬ হাজার ৯১৫ ভোট পায়। তার মধ্যে রোনালদোর গোলটি পেয়েছে প্রায় ২ লাখ ভোট। তাতে অন্যদের পেছনে ফেলে রোনালদোর বাইসাইকেল গোলটি সেরা গোলের পুরস্কার জিতে নেয়।

৩৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে সেরা গোলের পুরস্কারে রানার্স-আপ হয়েছে মার্সেলির দিমিত্রি পায়েতের গোল। উয়েফা ইউরোপা লিগে মার্সেলির হয়ে আরবি লেইপজিগের বিপক্ষে গোলটি করেছিলেন তিনি। তৃতীয় হয়েছেন স্পেনের ইভা নাভারো। মেয়েদের অনূর্ধ্ব-১৭ ইউরো ফাইনালে জার্মানির বিপক্ষে স্পেনের ইভার করা গোলটিও ছিল দেখার মতো।

কার গোল কত ভোট পেয়েছে :
১. রোনালদো (১ লাখ ৯৭ হাজার ৪৯৬ ভোট)
২. দিমিত্রি পায়েত (৩৫ হাজার ৫৫৮ ভোট)
৩. ইভা নাভারো (২৩ হাজার ৩১৫ ভোট)।

গেল বছর রিয়াল বিপক্ষে অসাধারণ গোল করে এই পুরস্কার জিতেছিলেন রোনালদোর জুভেন্টাস সতীর্থ মারিও মানজুকিচ। তার আগে লিওনেল মেসি ২০১৪-১৫ ও ২০১৫-১৬ সালে উয়েফার মৌসুম সেরা গোলের পুরস্কার জিতেছিলেন।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৯. ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর