thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

ছাগলরা হাসি ও গম্ভীরের পার্থক্য  বোঝে

২০১৮ আগস্ট ২৯ ২১:৫৮:০৭
ছাগলরা হাসি ও গম্ভীরের পার্থক্য  বোঝে

দ্য রিপোর্ট ডেস্ক : ছাগলেরা মানুষের হাসি ও গম্ভীর মুখের ছবি আলাদাভাবে চিনতে পারে। বুধবার এক গবেষণা প্রতিবেদনে একথা বলা হয়েছে। খবর বাসসের
ইউরোপ ও ব্রাজিলের গবেষকরা জানান, ২০টি গৃহপালিত ছাগলকে একই ব্যক্তির হাসি ও গম্ভীর মুখের দুটি ছবি দেখানো হলে তারা হাসি মুখের ছবিটিকেই মুখ দিয়ে স্পর্শ করে।

সহকারী গবেষক লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের ক্রিস্টিয়ান নওরোত বলেন, ‘ছাগলরা হাসিমুখের দিকে গড়ে ১.৪ সেকেন্ড তাকিয়ে থাকে ও স্পর্শ করে। আর গম্ভীর মুখের দিকে ০.৯ সেকেন্ড তাকিয়ে থাকে।’
তিনি আরো বলেন, ‘এর মানে ছাগলরা আনুমানিক ৫০ শতাংশ বেশি সময় হাসি মুখের ছবির দিকে তাকিয়ে ছিল। তারা ছবিটাকে স্পর্শ করে।’ রয়েল সোসাইটি ওপেন সাইন্স পত্রিকায় গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়। তারা দাবি করে ছাগল যে মানুষের আবেগ বুঝতে পারে এটা তার প্রথম প্রমাণ।

(দ্য রিপোর্ট/এএকএমএম/আগস্ট ২৯,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর